Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার ত্রাতা সেই পাওলিহো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেইমার চলে যাওয়ার পর চায়নিজ ক্লাব থেকে আরেক ব্রাজিলিয়ান পাওলিনহোকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। অনেক বার্সা সমর্থকই তখন নাক সিটকেছিল। ক্লাবের জার্সিতে মৌসুমের শুরুতে অভিষেক হলেও তেমন কিছু করতে না পারায় অক্ষেপটা বাড়ছিল আরো। কিন্তু শেষ পর্যন্ত কাতালান জার্সিতে গোলের দেখা পেলেন পাওলিনহো। গেটাফের মাঠে পিছিয়ে থাকা বার্সাও ফিরেছে ২-১ গোলের জয় নিয়ে।
এমনিতে পাওলিনহোর সক্ষমতা নিয়ে কোন প্রশ্ন নেই। ব্রাজিলের জার্সি গায়ে তার প্রমাণ ইতোমধ্যেই দিয়েছেন। মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে গোল করার সক্ষমতা তার আছে। পরশু রাতে সেটাই করে দেখালেন ২৯ বছর বয়সী। গেটাফের মাঠে তখন পয়েন্ট হারানোর শঙ্কায় বার্সা। ঠিক তখনই ইভান রাকিটিচের বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত গোলে বার্সাকে রক্ষা করেন পাওলিনহো। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে লিওনেল মেসির ডিফেন্স চেরা পাস থেকে পাওয়া বল দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে গোলরক্ষকে পরাস্থ করেন পাওলিনহো।
এই গোলে লা লিগায় শতভাগ জয়ও নিশ্চিত হয় বার্সার। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে গেলবারের রানার্স আপরা। এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। গতরাতে জিনেদিন জিদানের দলের সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর।
প্রথমার্ধে বলের দখল নিয়ে খেলেও লিগ মৌসুমের প্রথম গোল হজম করতে হয় বার্সাকে। ৩৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জাপানি মিডফিল্ডার শিবাজকির বুলেট গতির শচ বাঁ-দিকে ঝাপিয়েও নাগাল পাননি মার্ক-টার স্টেগেন। দ্বিতীয়ার্ধে আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নামা ডেনিস সুয়ারেজ ৬২তম মিনিটে করেন সমাতাসূচক গোলটি। মেসির মাপের ফ্রি-কিক শট গেটাফে গোলরক্ষক সুপারম্যানীয় স্টাইলে ফিরিয়ে না দিলে তখনই এগিয়ে যেতে পারত বার্সা। তবে একটা অস্বস্তি নিয়ে এদিন মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে। হ্যামিস্ট্রিং চোট নিয়ে এদিন মাঠ থেকে উঠে যান তরুণ ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।
লিগের আরেক ম্যাচে তাদের নতুন স্টেডিয়াম ওয়ান্ডা ম্যাট্রোপলিটনের অভিষেকটা জয় দিয়ে সেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মালাগার বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ফরাসি স্ট্রাইকার অঁতোয়ন গ্রিজম্যান।
গেটাফে ১-২ বার্সেলোনা
অ্যাট. মাদ্রিদ ১-০ মালাগা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ