Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ‘লিজেন্ড’ আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটির হয়ে নন ইউরোপিয়ান হিসেবে সর্বোচ্চ গোলের তকমা গায়ে মেখেছিলেন সার্জিও আগুয়েরো। পরশু সিটির জার্সি গায়ে ষষ্ঠ হ্যাট্রিক করার পর আর্জেন্টাইন স্ট্রাইকারকে ‘লিজেন্ড’ তকমা দিয়ে দিলেন কোচ পেপ গার্দিওলা। দেবেন না’ই বা কেন? আর মাত্র দুটি গোল করলেই যে সিটির হয়ে এরিক ব্রæকের করা সর্বোচ্চ ১৭৭ গোলের রেকর্ড স্পর্শ করবেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার।
শিষ্যের এমন রেকর্ডে য কোন গুরুই খুশি হওয়ার কথা। খুশি সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ গার্দিওলাও, তিনি বলেন , ‘আশা করি রেকর্ডটা খুব তাড়াতাড়িই হবে, এবং আমরা একটা বড় উদযাপন করব।’
আগুয়েরোর দুর্দান্ত হ্যাটট্রিকেই ওয়াটফোর্ডোর মাঠ থেকে ৬-০ গোলের বড় জয় নিয়ে ফেরে ম্যান সিটি। শীর্ষ লিগে ঘরের মাঠে এটি ওয়াটফোর্ডের সবচেয়ে বড় হার। বাকি গোল তিনটি করেন গ্যাব্রিয়েল জেসুস, নিকোলাস ওটোমেন্ডি ও স্টারলিং। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানও দখলে নিয়েছে সিটি।
একই রাতে ঘরের মাঠে আবারো হোঁচট খেয়েছে টটেনহাম হটস্পার ও লিভারপুল। গেলবারের রানার্স আপ ও তৃতীয়স্থানধারী দল দুটির ৫ ম্যাচ থেকে সংগ্রহ করতে পেরেছে মাত্র ৮ পয়েন্ট। বার্নলির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া লিভারপুলকে হারের হাত থেকে রক্ষা করেন মোহামেদ সালাহ। আর স্পর্স খ্যাত টটেনহাম এদিন প্রতিপক্ষের গোলপোস্টই আবিষ্কার করতে পারেননি। সোয়ানসি সিটির বিপক্ষে তারা ম্যাচটি গোলশূন্য ড্র করে। রাতের আরেক ম্যাচে নবাগত হাডার্সফিল্ডের মাঠে ১-১ ড্র করে লেস্টার সিটি। ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নদের ৫ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।
হার্ডারফিল্ড ১-১ লেস্টার
ওয়াটফোর্ড ০-৬ ম্যান সিটি
টটেনহাম ০-০ সোয়ানসি
লিভারপুল ১-০ বার্নলি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ