Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে আগাম নির্বাচন দেয়ার ঘোষণা আবের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী মাসেই আগাম নির্বাচন দেয়ার বিষয়টি বিবেচনা করছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে গতকাল রবিবার এ কথা বলা হয়। বলা হচ্ছে, উত্তর কোরিয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে প্রায় তলানিতে ঠেকে যাওয়া আবের জনপ্রিয়তা পুনরায় বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আগামী ২২ কিংবা ২৯ অক্টোবর আগাম নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি ও দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জিজি প্রেস ও আসাই শিমবুনের খবরে এ কথা বলা হয়। অন্যান্য সংবাদ মাধ্যমও একই খবর প্রচার করে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ