Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাহুল গান্ধী কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সর্ব ভারতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল গান্ধী। সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ছেলে ও ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধীর নেতৃত্বে আবারো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেস। রাহুল গান্ধী বর্তমানে কংগ্রেসের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজ্যে রাজ্যে ও জাতীয় পর্যায়ে কংগ্রেসের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া চলছে। এরপর অক্টোবর মাসে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্মেলন হবে। ওই সম্মেলনে দলীয় প্রধান হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কংগ্রেস নেতা বীরাপ্পা মোইলি এমন ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রে সফররত রাহুল গান্ধী সেখানে এক আলোচনায় বলেছেন, কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণায় প্রস্তুত তিনি। তবে তিনি দলীয় নেতৃত্ব নির্বাচনের চলমান প্রক্রিয়ার ওপর তা ছেড়ে দিয়েছেন। তার ভাষ্য, দলীয় প্রতিনিধিরাই তা ঠিক করবেন। নভেম্বর মাসে ভারতের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগেই দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল গান্ধী। ২০১৮ সালের সাধারণ নির্বাচনকে (লোকসভা) সামনে রেখে বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ