Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বজুড়ে খাদ্যাভাবের প্রধান কারণ অপচয়

ব্যবস্থাপনার অভাব ক্ষুধার্তের সংখ্যা বাড়াচ্ছে : আইএফএডি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রধান গিলবার্ট হুংবো বলেছেন, সম্পদের স্বল্পতা নয়, খাদ্যের অপচয়ই বিশ্বজুড়ে খাদ্যাভাবের প্রধান কারণ। সউদী আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুংবো এ মন্তব্য করেন। আইএফএডির প্রধান বলেন, সারা বিশ্বে ৭০০ কোটির বেশি মানুষের আহার জোগাতে প্রয়োজনের চেয়ে বেশি খাদ্যসামগ্রী উৎপাদন করা হয়। কিন্তু এর পরও বিপুলসংখ্যক খাদ্যসামগ্রী নষ্ট করা হচ্ছে। খাদ্য ব্যবস্থাপনার অভাব ও বিপুল খাদ্যের অপচয় ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়াচ্ছে, বলেন জাতিসংঘের সংস্থাটির প্রধান। ২০১৭ সালে বিশ্বে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। এরপরই আরব নিউজের সঙ্গে কথা বলেন হুংবো। তাঁর ভাষ্য, সময় এসেছে খাদ্যের অপচয় নিয়ে সচেতনতা বাড়ানোর। আমাদের লোকজনকে শিক্ষিত করা দরকার। শুধু পুষ্টিকর খাবার উৎপাদন নয়, এর অপচয় রোধ ও টেবিল পর্যন্ত পৌঁছানো খাদ্যের মূল্যায়ন কীভাবে করা দরকার, তা শেখাতে আমাদের কর্মসূচি দরকার, বলেন আইএফএডির প্রধান। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ক্ষুধা আবার বেড়েছে। ২০১৬ সালে মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের ওপর এর প্রভাব পড়েছে। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ