মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাফ রিভার গ্যালাক্সি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ-এর পেছনে কারা রয়েছে, এর একটি হদিস দিয়েছে গণমাধ্যম ফ্রন্টিয়ার। গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যের মংডু জেলার বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রামে নতুন করে সেনাবাহিনী হামলা-নির্যাতন-ধর্ষণের শুরু করে। বিনিয়োগ ও কোম্পানি প্রশাসন অধিদপ্তর জানাচ্ছে, এর ১০ দিনের মাথায়, অর্থাৎ ৫ সেপ্টেম্বর নাফ রিভার গ্যালাক্সি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ নিবন্ধিত হয়। রাজ্য সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইউ কে আই থিন জানান, এটি মংডু এবং ইয়াঙ্গুনের সাতটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ। কিন্তু তিনি সেসব প্রতিষ্ঠানের নাম জানাতে চাননি। রাখাইন রাজ্য সরকার এ নিয়ে মংডুর ব্যবসায়ীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করে এবং তাদের এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে জন্য একটি যৌথ উদ্যোগ নিতে উৎসাহিত করা হয়। পরে ইয়াঙ্গুনের ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হয় বলে জানান ইউ কে আই থিন। যদিও এই কোম্পানির মাত্র দুজন পরিচালকের নামই জানা গেছে। তাদের মধ্যে একজনের মংডুতে এবং অন্য আরেকজনের ইয়াঙ্গুনে কাজ করার মতো নাগরিক নিরাপত্তা কার্ড রয়েছে। মিয়ানমার সরকারের দাবি, গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠী দুই ডজনের বেশি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এর পরই হামলা-নির্যাতন-ধর্ষণের শিকার চার লাখ নয় হাজার রোহিঙ্গা মুসলিম বিপদসংকুল পথ পাড়ি দিয়ে চলে যায়। অপরদিকে বৌদ্ধ অধ্যুষিত দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জ হাতয় জানিয়েছেন, রাখাইনের তিনটি শহরতলিতে মোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রামে কোনো মানুষ নেই। আশপাশের ৩৪টি গ্রাম থেকেও লোকজন পালিয়ে চলে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছে। ফ্রন্টিয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।