পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। রোহিঙ্গাদের উপর এমন নিষ্ঠুর বর্বরতা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। মানবতার পক্ষে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বিশ্ববাসির কাছে প্রশংসিত হয়েছেন। তিনি আপনাদের পাশে দাঁড়িয়েছেন। যতদিন আপনারা স্ব-সম্মানে স্ব-দেশে ফিরে যেতে পারেননি ততদিন পর্যন্ত তিনি আপনাদের আশ্রয় দিয়ে বসবাসের সুযোগ করে দিয়েছেন। এবং খাদ্য, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ ইত্যাদির দায়িত্ব নিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। দেশে কোনও সংক্রামক রোগ যাতে না ছড়ায়, তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ গতকাল শনিবার বেলা ৩টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে ১৪ দলের নেতৃত্বে কক্সবাজার বিমান বন্দর হয়ে তিনি ওই শিবিরে যান। এসময় তার সঙ্গে ছিলেন বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা।
নাসিম বলেন, ‘ইতিমধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে এসব রোহিঙ্গাদের পোলিও, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এজন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমার সরকার রাখাইনে যে তান্ডব চালাচ্ছে তা গণহত্যার শামিল। তাই দলে দলে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসাসহ ইত্যাদি সেবা দিয়ে যাচ্ছি। এর মানে এই নয় যে, এসব রোহিঙ্গা এ দেশে চিরদিন থেকে যাবে। মিয়ানমার সরকারকে অবশ্যই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আর শান্তিপূর্ণ পরিবেশেই আমরা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।