Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ সতর্কাবস্থায় ব্রিটেন আইএসের দায় স্বীকার

হামলার হুমকি এখন ক্রিটিক্যাল : তেরেসা মে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লন্ডনে বোমা বিস্ফোরণের পর সর্বোচ্চ সতর্ক অবস্থা নেয়া হয়েছে। একে স্থানীয়ভাবে ক্রিটিক্যাল লেভেল হিসেবে আখ্যায়িত করা হয়। এর অর্থ হলো দ্রুত আরো হামলা হতে পারে। ওদিকে গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম লন্ডনে টিউব রেলে বিস্ফোরণের পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এর সঙ্গে জড়িতদের খুঁজে পেতে চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, হামলার হুমকি এখন ক্রিটিক্যাল। এর অর্থ হলো পারসনস গ্রিন স্টেশনে ওই হামলার পর আরো হামলা আসন্ন। অপর এক খবরে বলা হয়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পাতাল রেলে চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গত শুক্রবার সকালে লন্ডনের দক্ষিণ-পশ্চিমাংশে পারসন্স গ্রিন টিউব স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের জনাকীর্ণ একটি বগিতে ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটে, তবে বোমাটি ঠিকমতো বিস্ফোরিত না হওয়ায় অনেকে আহত হলেও প্রাণে বেঁচে যান, জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। বোমাটি বিস্ফোরতি হওয়ার পর আগুন ধরে গেলে অনেকে পুড়ে আহত হন, বাকীরা তাড়াহুড়া করে পালাতে গিয়ে পদদলিত হয়ে আহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ বলেছে, দেশজুড়ে মোতায়েন করা হচ্ছে এক হাজার সশস্ত্র পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ওদিকে শুক্রবার চালানো ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এ হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছে কমপক্ষে ২৯ জন। প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, নিরাপত্তা রক্ষায় পুলিশকে সহযোগিতা করবে সেনাবাহিনী। জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্বরত প্রহরীদের পাল্টে সেখানে অন্যদের দায়িত্ব দেয়ার কথা। স্কটল্যান্ড পুলিশ বলেছে, তারা সশস্ত্র টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করবে। শুক্রবারের ওই বিস্ফোরণে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সন্ত্রাস বিরোধী পুলিশ প্রধান মার্ক রাউলি বলেছেন, তাদের অনুসন্ধান সন্তোষজনকভাবে এগুচ্ছে। তার ভাষায়, আমরা সন্দেহজনকের পিছু ধাওয়া করছি। টিউব রেখে কেউ ওই বোমা পেতেছিল। এ অবস্থায় তার বিষয়ে ও তার সহযোগীদের বিষয়ে আমাদেরকে হতে হবে খোলামনের। উল্লেখ্য, ব্রিটেনে এর আগেও নিরাপত্তা হুমকির মাত্রা ক্রিটিক্যালে উন্নীত করা হয়েছিল। গত মে মাসে ম্যানচেস্টার অ্যারিনায় আরিয়ানা গ্রান্ডের কনসার্টে ভয়ঙ্কর বোমা হামলার পর এমন অবস্থা হয়েছিল। সর্বশেষ বোমা হামলার পিছনে লুজার টেরোরিস্টরা রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তারা পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। তবে ট্রাম্পের এমন টুইটকে সহায়ক নয় বলে তা প্রত্যাখ্যান করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। রয়টার্স, বিবিসি,ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ