মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের একটি জঙ্গলে বাঘের ভয়ে আতঙ্কিত হয়ে ১২টি বানরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পশু চিকিৎসকরা। স্থানীয়রা এক সাথে এত বানরের মৃত্যু দেখে প্রথমে কিছুটা বিস্মিত হন। পরে পশু চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন একই সময়ে হার্ট অ্যাটাকে বানরগুলোর মৃত্যু হয়েছে। এর আগে প্রথমে এমন সন্দেহ করা হয়েছিল হয় তো বিষ প্রয়োগ করে বানরগুলোকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পরে ময়নাতদন্ত উঠে আসে বানরগুলোর মৃত্যুর আসল রহস্য। ভারতের উত্তর প্রদেশের কোতয়ালি মোহাম্মদ এলাকার পশুচিকিৎসকরা বানরগুলোর ময়নাতদন্ত করেন। পশুচিকিৎসক সঞ্জীব কুমার বলেছেন, ময়নাতদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে যে কার্ডিয়াক অ্যারেস্টেই বানরগুলোর মৃত্যু হয়েছে। হতে পারে বাঘের হুংকারে আতঙ্কিত হয়ে বানরগুলো মারা যায়। বনবিভাগের কর্মীরা বানরগুলোর মরদেহ উদ্ধার করে। পরে একটি ভিডিওতে দেখা যায়, বন বিভাগের কর্মীরা বানরগুলোর মরদেহ একটি পলিথিন ব্যাগে ভরছেন। গ্রামবাসীরা বলছেন এই এলাকায় প্রায়ই বাঘ দেখা যায় এবং বানরগুলোর যে সময়ে মৃত্যু হয়েছে তখন অনেকে বাঘের গর্জনও শুনছেন। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেছন আনলে হার্ট অ্যাটাকে বানরগুলোর মৃত্যু হয়নি। এমন দাবি যারা করছেন তাদের সমালোচনা করেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, কোনো ইনফেকশনের কারণে বানরগুলোর মৃত্যু হয়েছে। ডেইলিমেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।