Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিউনিসিয়ায় অমুসলিম পুরুষদের বিয়ে করতে পারবেন নারীরা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় কয়েক দশক ধরে চলা একটি নিষেধাজ্ঞা বাতিল করায় অমুসলিমদের বিয়ে করতে পারবেন নারীরা। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, নিজের সঙ্গী বাছাইয়ের স্বাধীনতা ফিরে পাওয়ায় তিউনিসিয়ার নারীদের অভিনন্দন, ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন প্রেসিডেন্টের কার্যালয়ের নারী মুখপাত্র সাঈদা গারাচ। ১৯৭৩ সাল থেকে চলা এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের কথা গত মাসে সরকারকে বলেছিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসেবসি। এর আগে কোনো মুসলিম নারীকে বিয়ে করতে চাইলে অমুসলিম পুরুষদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো। এর প্রমাণ হিসেবে তাকে সনদ দেখাতে হতো। এ নিষেধাজ্ঞা বাতিলে উত্তর আফ্রিকার দেশগুলোর মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিল। তাদের দাবি, এই ধরনের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। নারী স্বাধীনতার দিক থেকে অন্য আরব দেশগুলোর চেয়ে এগিয়ে আছে তিউনিসিয়া। এর পরও উত্তরাধিকার আইনে নারীদের প্রতি এখনো বৈষম্য রয়েছে। তিউনিসিয়ায় আন্তঃধর্মীয় বিবাহের দাবি দিনে দিনে বাড়ছে। চলতি বছরের মার্চে সঙ্গী বাছাইয়ে স্বাধীনতার দাবিতে একটি বিবৃতি দেয় ৬০টি অধিকারভিত্তিক সংগঠন। মিডল ইস্ট আই, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ