মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি আগামী সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিয়ে তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউএনজিএ’র অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী অনেক বিশ্ব নেতা এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। উল্লেখ্য, গত জুলাই মাসে দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সর্বোচ্চ আদালত আব্বাসির পূর্বসূরি নওয়াজ শরিফকে অপসারিত করায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম নিউইয়র্ক সফর। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বৈদেশিক সম্পর্কের ওপর ভাষণ দেবেন এবং তিনি ইউএস-পাকিস্তান বিজনেস কাউন্সিলের সাথে মত বিনিময় করবেন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাথেও কথা বলবেন। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।