Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মুসলিমদের বিরুদ্ধে নৃশংস নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন ভারতের ত্রিপুরার হাজার হাজার মুসলিম। ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসলিম আগরতলায় সমাবেশে মিলিত হন। ত্রিপুরা স্টেট উলেমা হিন্দ-এর ব্যানারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে এ সমাবেশ হয় গত শুক্রবার। এ সময় গণহত্যা ও নৃশংসতার বিরুদ্ধে ঝাঁঝালো সেøাগান দেয়া হয়। সেøাগান দেয়া হয় অং সান সুচির বিরুদ্ধে। ‘গণহত্যা বন্ধ করো’ ‘ইউএনও, নীরবতা ভাঙো’ সেøাগান দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নৃশংসতা চলছে তা বিশ্বের অন্য কোথাও ঘটে না। আমরা আশা করি জাতিসংঘ মানবাধিকার কমিশনে এর বিচার পাবো। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ