Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পাক-আফগান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত ৩

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন চালকহীন বিমান বা ড্রোন হামলায় পাকিস্তানের অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির উপজাতি অধ্যুষিত খুরররম এজেন্সিতে এ হামলা চালানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর এই প্রথম হামলা হলো। খুররম এজেন্সির দূরবর্তী গ্রাম ঘুর ঘোরিতে এ হামলা চালানো হয়েছিল। পাঁচ আফগান তালেবান সমাবেশে হামলা চালানোর দাবি করা হয়। খুররম এজেন্সির পদস্থ এক সরকারি কর্মকর্তা বলেন, মার্কিন ড্রোন থেকে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। হামলায় তিন জন নিহত এবং দুই জন আহত হয়েছে। হতাহতের পরিচয় জানা যায়নি। ওই এলাকার মধ্যপর্যায়ের দুই সরকারি কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ