Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারমাণবিক কর্মসূচির লক্ষ্যে পৌঁছবে পিয়ংইয়ং : কিম

বাস্তব শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্যাবস্থা প্রতিষ্ঠা করাই লক্ষ্য

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পারমাণবিক কর্মসূচির লক্ষ্যে পৌঁছানোর প্রত্যয় জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র খবরে বলা হয়, সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্যাবস্থায় পৌঁছানোই পিয়ংইয়ংয়ের লক্ষ্য- উনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পর রাষ্ট্রটির লাগাম টেনে ধরতে করণীয় নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো। অথচ এর মাত্র কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাবে এই দেশগুলোই একাট্টা হয়ে সমর্থন জানিয়েছিল। কেসিএনএ প্রকাশিত উদ্ধৃতিতে কিম বলেন, উৎকট স্বদেশপ্রেমে মত্ত বৃহৎ শক্তিগুলোকে আমরা দেখাবো, তাদের সীমাহীন নিষেধাজ্ঞা ও অবরোধ সত্তে¡ও কীভাবে আমাদের দেশ পারমাণবিক শক্তিতে লক্ষ্য অর্জন করে। কিম আরো বলেন, বাস্তব শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্যাবস্থা প্রতিষ্ঠা করা এবং ডিপিআরকের (উত্তর কোরিয়ার) ব্যাপারে যুক্তরাষ্ট্রের শাসকরা যেন সামরিক বিকল্প নিয়ে কথা বলার সাহস না পায় তা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। গত শুক্রবার হওয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন কিম। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭৭০ কিলোমিটার উচ্চতায় উঠে জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে উড়ে ৩,৭০০ কিলোমিটার দূরে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী। প্রশান্ত মহাসগারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়াম ও পিয়ংইয়ং’র মধ্যে দূরত্ব ৩৪০০ কিলোমিটার। অর্থাৎ, সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি গুয়ামে আঘাত হানতে সক্ষম ছিল। কয়েক মাস আগে গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ