Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দু’লাখ ধর্মযোদ্ধা প্রস্তুত করছে ভিএইচপি

বাবরি মসজিদ ধ্বংসের ২৫তম বার্ষিকীতে ত্রিশূল দীক্ষা দেয়া হবে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তরপ্রদেশে বজরং দলের প্রায় দুই লক্ষ যুবক কর্মীকে ধর্মযোদ্ধা হিসেবে গড়ে তুলবে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এ জন্য আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ২৫ তম বার্ষিকীতে তাদের ত্রিশূল দীক্ষা দেওয়া হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে। পশ্চিম উত্তরপ্রদেশে পরিষদের ধর্ম প্রসার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব রাকেশ ত্যাগি বলেছেন, এই যোদ্ধারা হিন্দু ধর্মকে রক্ষা করবে। কেউ মন্দির ভাঙার চেষ্টা, হিন্দু ধর্মের ওপর আক্রমণ, গো হত্যা করলে বা লাভ জেহাদের পথে হাঁটলে, তাদের মোকাবিলা করবে এই যোদ্ধারা। ত্রিশূলকে শিবের আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করে পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সচিব সুরেন্দ্র জৈন বলেছেন, সারা দেশেই ত্রিশূল দীক্ষা হয়। কিন্তু কখন করা হবে তা নিয়ে সংগঠনের রাজ্য শাখাগুলিই সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁদের এই উদ্যোগের মাধ্যমে যে বার্তা দেওয়া হয়, তা হল যে, কোনও রকম আগ্রাসন বরদাস্ত করবে না হিন্দুরা। ত্যাগীর দাবি, ত্রিশূল অস্ত্র হিসেবে চিহ্নিত নয়। তাই হিন্দু ধর্ম রক্ষার কাজে তা ব্যবহার করা যাবে। নিজেদের ধর্মকে রক্ষা করতে হিন্দু যুবকদের এগিয়ে আসার সময় এসেছে বলেও তিনি দাবি করেন। বজরং দলের জাতীয় আহŸায়ক মনোজ ভার্মা বলেছেন, আগামী ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে নিয়োগ অভিযান সম্পূর্ণ হওয়ার পর সংগঠনের কয়েকটি শাখা ত্রিশূল দীক্ষা কর্মসূচীর পরিচালনা করছে। হিন্দুত্বের জন্য প্রস্তুত করতে সংগঠন নতুন করে পাঁচ লক্ষ তরুণকে নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ