Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথ এশিয়ান বক্সিংয়ের যুগ্ম-সম্পাদক কুদ্দুস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাউথ এশিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান। ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ পদে নির্বাচিত হন তিনি। পরে সার্কভুক্ত আট দেশের নব-গঠিত কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সাউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত। আগামী ৬ থেকে ১৬ ডিসেম্বর ভারতের গৌহাটিতে প্রথমবারের মতো আয়োজন করা হবে এ আসরের। যেখানে পুরুষ ও মহিলা দু’বিভাগেই ১০টি ওজন শ্রেনীতে খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশও অংশ নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ