Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টকে ডুমিনির বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জেপি ডুমিনি। ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে আরো মনযোগী হতেই এমন সিদ্বান্ত নিয়েছেন বলেন জানান এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
ডুমিনি বলেন, ‘অনেক দিন ধরে বিচার-বিবেচনার পর টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। গত ১৬ বছরে দেশের হয়ে ৪৬টি টেস্ট ও কেপ কোবরার হয়ে ১০৮টি প্রথম শ্রেনির ম্যাচ দারুন উপভোগ করেছি এবং এটা ছিল আমার জন্য সম্মানের।’
২০০৮ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ডুমিনির। এরপর দেশের জার্সি গায়ে ৪৬টি টেস্ট খেলে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে করেন ২১০৩ রান। এসময় বল হাতেও নেন ৪২ উইকেট। দলের প্রয়োজনে ব্রেক-থ্রু এনে দিতে পারদর্শী ছিলেন ডুমিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ এ বছরের জুলাইয়ে টেস্ট খেলেন ডুমিনি। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচটি হয়ে রইল ডুমিনির ক্যারিয়ারের শেষ টেস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ