Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্য ঘাটতি মেটাতে ভেনেজুয়েলায় খরগোশ উৎপাদন প্রকল্প!

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের অব্যাহত খাদ্য ও শিশু পুষ্টি ঘাটতি পূরণে ভেনেজুয়েলার সরকার জনগণকে খরগোশ উৎপাদনে উৎসাহিত করার একটি প্রকল্প চালু করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার জানিয়েছে, ‘র‌্যা বিট প্ল্যান’ নামের প্রকল্পটির মাধ্যমে দেশের খাদ্য সহজলভ্যতা দ্রæত অর্জিত হবে। বাড়ির ছাদে অথবা বারান্দায় কী করে খরগোশ পালন করতে হবে তার প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। ভেনেজুয়েলার পল্লী কৃষিমন্ত্রী ফ্রেডি বার্নাল বলেছেন, ‘আমাদেরকে শেখানো হয়েছে খরগোশ সুন্দর প্রাণী-আর এটাই আমাদের সাংস্কৃতিক সমস্যা। খরগোশ পোষা প্রাণী নয়; এটা আড়াই কেজির মাংস, যাতে উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে এবং কোনো কোলস্টেরল নেই।’
বার্তা সংস্থা রয়টার্স অবশ্য মাদুরো বিরোধীদের বরাত দিয়ে জানিয়েছে, মাদুরো সরকারের এই খরগোশ উৎপাদনের বিজ্ঞাপন একটি অর্থহীন পরিকল্পনা। এর মাধ্যম আসল সমস্যাকে এড়ানো চেষ্টা করা হচ্ছে। দুইবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিক ক্যাপরিলস বলেছেন, ‘আপনি কি আন্তরিক? আপনি জনগণের খাদ্য সমস্যা মেটাতে চাইছেন খরগোশ উৎপাদনের মাধ্যমে?’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ