Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমার আঘাতে দেবে গেছে পর্বত

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভূগর্ভে গত ৩ সেপ্টেম্বর একটি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর এতে করে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি আস্ত পর্বত দেবে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো হাইড্রোজেন বোমাটি হিরোশিমায় পড়া বোমার চেয়ে অন্তত ১৭ গুণ বেশি শক্তিশালী। স¤প্রতি একটি উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গিয়েছে, পরীক্ষামূলকভাবে ভূগর্ভে হাইড্রোজেন বোমা ফাটানোয় আস্ত একটা পর্বতের শীর্ষ দেশ বসে গেছে উত্তর কোরিয়ায়। মনে করা হচ্ছে, পিয়ংইয়ং থেকে বেশ কিছুটা দূরে পাঙ্গি-রি এলাকায় ৮৫ একর জায়গা জুড়ে থাকা ওই মাউন্ট মান্তাপের তলায় কাটা সুড়ঙ্গে গত ৩ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন বোমাটি ফাটায় উত্তর কোরিয়া।
বিশেষজ্ঞরা বলছেন, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, সেই বোমা এতটাই শক্তিশালী ছিল যে, মাউন্ট মান্তাপের শীর্ষ দেশের ৮৫ একর এলাকা একেবারে বসে গেছে। ক্যালিফোর্নিয়ার জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের ইস্ট এশিয়া প্রোগ্রামের প্রধান জেফ্রি লুইস বলেছেন, ‘উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গেছে, ২ হাজার ২০৫ মিটার উচ্চতার ওই মাউন্ট মান্তাপের ৮৫ একর এলাকা অনেকটাই বসে গেছে।’ একটি মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা এয়ারবাসের পাঠানো ‘টেরাসার-এক্স’ উপগ্রহ সেই ছবি তুলেছে বলে লুইস জানিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, ওই হাইড্রোজেন বোমাটির ক্ষমতা ছিল প্রায় ১০০ কিলোটন। উপগ্রহের পাঠানো ছবি পরীক্ষা করে এবার তারা বলছেন, ওই হাইড্রোজেন বোমার ক্ষমতা ২৫০ কিলোটনও হতে পারে। ওয়াশিংটন পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ