মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ধর্মীয় স্কুলে আগুন লাগার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
তাহফিজ দারুল কোরান ইত্তেফাকিয়া নামের ওই বোর্ডিং স্কুলটিতে গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে,আগুন লাগার সময় স্কুলের শিক্ষার্থীরা সব ঘুমিয়ে ছিল। কোরান শিক্ষার এই বোর্ডিং স্কুলটিতে কিছু শিক্ষার্থী বসবাসও করে। অনলাইনে যেসব ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ভবনের ওপরের তলা পুরোটাই আগুনে পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে হয়তো তারা মারা গেছে। কারণ ওই ডরমিটরির জানালা সব বন্ধ ছিল। শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। কুয়লালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহামান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ‘গত বিশ বছরের মধ্যে এটা সবচেয়ে ভয়াবহ অগ্নিকা-।’ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ বলা হলেও পুলিশ পরে জানায় যে এই সংখ্যাটা ২৩। নিহতদের মধ্যে ২১ জনই কিশোর, যাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। আর নিহত বাকি দুজন স্কুলটির শিক্ষক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।