Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমের বিশ্রাম গুঞ্জন জানে না বোর্ড!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কিছুদিন আগেই টেস্ট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবি ছয় মাসের না দিলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দিয়েছে সাকিবকে। সাকিবকে ছাড়া দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ টেস্টে কতটা ভালো করতে পারবে তা নিয়ে যখন সবাই হিসেব কষতে ব্যস্ত, তখন গুঞ্জন হয়ে এসেছে তামিমের বিশ্রাম চাওয়া!
ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম চাচ্ছেন তামিম ইকবাল। যদিও আশার কথা এই গুঞ্জনটি ডালপালা মেলেছে তামিমের ঘনিষ্ঠ মহল থেকে। তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে এরকম চাওয়ার কথা জানাননি এখনও।
সাকিবের বিশ্রাম চেয়ে আবেদন বিসিবি মঞ্জুর করার পরেই কথা উঠেছিলো, তার দেখাদেখি এখন অন্য কেউ বিশ্রাম চাইবে কিনা। তামিম যদি সত্যিই বিশ্রাম চেয়ে থাকেন তাহলে বিসিবি’র বিষয়টা নিয়ে ভাববার প্রয়োজন রয়েছে। দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। এখন যদি ওয়ানডে তে না থাকেন তামিম তাহলে সিরিজ শুরুর আগেই ব্যাকফুটে থাকবে বাংলাদেশ।
এই মুহূর্তে বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন তামিম ইকবাল। যা রটেছে তা সত্যি কিনা তা জানাতে পারবেন তামিমই। তবে এমন গুঞ্জণ উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সরাসরি বলেছেন,‘তামিমের বিশ্রাম ইস্যুতে আমার কোনো ধারণা নেই।’ শুধু প্রধান নির্বাচক না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কোনো কর্মকর্তার তামিমের ‘বিশ্রাম’ ইস্যুতে কোনো ধারণা নেই।
দক্ষিণ আফ্রিকার সিরিজে ম্যানেজার হিসেবে যাচ্ছেন মিনহাজুল আবেদীন। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেছেন,‘আমরা যে দল (টেস্ট) নির্বাচন করেছি সেই দল পুরো সফরের জন্য যাচ্ছে। ওয়ানডে দল আমরা টেস্ট সিরিজের মাঝপথে ঘোষণা করব। তামিমও আমাদের বিশ্রাম নেয়ার বিষয়ে কিছু বলেনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ