Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেডারেশন কাপ কারাতে

| প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ। তিনদিন ব্যাপী প্রতিযোগিতা শেষ হবে ৩০ সেপ্টেম্বর। এবার প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রাইজমানির ব্যবস্থা করেছে কারতে ফেডারেশন। টিম কুমিতে (ফাইটিং) ইভেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ হাজার টাকা, রানার্স আপরা ১০হাজার এবং তৃতীয়স্থান অর্জনকারী দল পাবে ৫ হাজার টাকা। এবারের ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশীপে জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় ও বিভিন্ন ক্লাব হতে প্রায় এক হাজার খেলোয়াড় অংশ নেবেন। চ্যাম্পিয়নশিপে বালক-বালিকা, জুনিয়র কিশোর-কিশোরী ও সিনিয়র পুরুষ-মহিলা বিভাগে মোট ৭০টি (২৮০টি মেডেল) ক্যাটাগোরীতে খেলা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ