নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স¤প্রতি টেস্ট সিরিজে ভালোই ফলাফল পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র, শ্রীলংকার মাটিতে সিরিজ ড্র তারই প্রমাণ। আর টাইগারদের এই সাফল্যের বড় অংশ জুড়ে ছিলেন সাকিব আল হাসান। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রামে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বাংলাদেশের ক্রিকেটে সাফল্যে সাকিবের অবদান অনেকটা জুড়ে, বিশেষ করে টেস্ট ফরম্যাটে। তাঁর এই টেস্টে না থাকা টাইগারদের কতোটা ভোগাবে সেটা সময়ই বলে দেবে। তবে এই সময়টা ক্রিকেটের বাইরে কিভাবে কাটাবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়? এমন প্রশ্নের উত্তরে সাফ জবাব, ‘পরিবারকে সময় দেয়া’। পাশাপাশি টেস্ট না খেললেও টি-টোয়েন্টি এবং একদিনের ফরম্যাটে খেলবেন, তাই ছোট ফরম্যাটের জন্য অনুশীলন করবেন এই বাঁহাতি অলরাউন্ডার, ‘পরিবারের সঙ্গে সময় দেওয়া, ঘুরতে-টুরতে যাওয়া, পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। মাঝেমধ্যে ক্রিকেট থেকে বাইরে থাকা খুবই জরুরি। চেষ্টা থাকবে যত বেশি সম্ভব ক্রিকেটের বাইরে থাকতে। যেহেতু সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, সেটির প্রস্তুতিও শুরু করব। কিন্তু সেটা কয়েক দিন পর।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।