মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পর্যায়ক্রমিক নৃশংসতা পর্যবেক্ষণের জন্য সেখানে জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশে অনুমতি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। কাজাখস্তানের অ্যাস্তানায় প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনের ফাঁকে জরুরি বৈঠকে বসে ওআইসি। এরপর এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় মিয়ানমারের প্রতি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, ২৫ শে আগস্ট রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কমপক্ষে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা। সেখানে সেনাবাহিনী জাতি নির্মূলের অভিযানে নেমেছে। পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই বলেছেন, বাছবিচারহীনভাবে সেনাবাহিনী গুলি করছে। পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। তাদেরকে হুমকি দিচ্ছে বাড়িঘর ছেড়ে যেতে না হলে হত্যা করা হচ্ছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।