মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ বাতিলের জন্য একটি বিলের পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপিরা। এ ভোটকে ব্রিটিশ সরকারের ব্রেক্সিট কৌশলের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। যদিও এর মধ্য দিয়ে নজিরবিহীন ক্ষমতা দখলের অভিযোগ এনেছে বিরোধী দল। পার্লামেন্টে ১৩ ঘণ্টারও বেশি সময় ধরে বিতর্কের পর ৩২৬-২৯০ ভোটে আইনটি পাস হয়। বিলটি এখন আরো নিরীক্ষার জন্য এমপিদের কাছে পাঠানো হবে। ১৯৭২ সালের যে আইনের মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় জোটে যুক্ত হয়েছে, সে আইনটি বাতিলের লক্ষ্যে গতকাল বিলটি পাস করা হয়েছে। এর ফলে বিদ্যমান প্রায় ১২ হাজার ইইউ প্রবিধান এখন ব্রিটিশ সংবিধিতে স্থানান্তর করা হবে। উল্লেখ্য, গত বছর জুনে ইইউ ত্যাগ নিয়ে একটি ঐতিহাসিক গণভোটের আয়োজন করে ব্রিটেন। গণভোটের সিদ্ধান্তের পর চলতি বছরের মার্চে ব্রাসেলসকে আনুষ্ঠানিকভাবে জোট ত্যাগের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। পার্লামেন্টে বিলটির অনুমোদনের ফলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে গেল ব্রিটেন। পার্লামেন্টারি ভোটে টেরিসা মের কনজারভেটিভ সরকারের এ জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোটবদ্ধতা। ভোটের এ ফলাফলকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন টেরিসা মে। তিনি বলেন, এ সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থানকে নিশ্চয়তা ও স্বচ্ছতা প্রদান করেছে। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখনো বহু কাজ বাকি রয়েছে। কিন্তু এ ভোটের অর্থ আমরা এখন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারব। একই সঙ্গে আইনের এই গুরুত্বপূর্ণ অংশকে সমর্থনের জন্য একসঙ্গে কাজ করে যেতে যুক্তরাজ্যের সব অংশের এমপিদের উত্সাহিত করতে পারব। পার্লামেন্ট ভোটে বিলটির বিরোধিতা করেছে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টি। ইইউ আইন স্থানান্তরে গৃহীত প্রবিধানটি নির্বাহী ক্ষমতার এক নজিরবিহীন স¤প্রসারণকে তুলে ধরেছে বলে যুক্তি দেখিয়েছে বিরোধী দলটি। ব্রিটিশ সংবিধিতে স্থানান্তরের সময় ইইউ আইনের অনেকগুলোরই সমন্বয় প্রয়োজন পড়বে। বিলটিতে বিদ্যমান হেনরি এইট পাওয়ারস-এর বিস্তৃত ব্যবহারের প্রস্তাব করা হয়েছে, যা পূর্ণ সংসদীয় পর্যবেক্ষণ ছাড়াই মন্ত্রীদের আইন সংশোধনের ক্ষমতা প্রদান করেছে। লেবার পার্টির আইনপ্রণেতা ক্রিস ব্রায়ান্ট বলেন, এ ধরনের ক্ষমতা একটি বিপজ্জনক স্বৈরাচারী চক্রে পরিণত হতে পারে। এএফপি, ইনডিপেনডেন্ট, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।