Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আরএস-২৪ ইয়ারসের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গতকাল বুধবার উত্তরাঞ্চলীয় রাশিয়ার প্লেসতেক কমসোড্রোমের ভূগর্ভস্থ কেন্দ্র থেকে এ পরীক্ষা চালানো হয়। আরএস-২৪ ছয় হাজার কিলোমিটার দূরের কামচাটকার কুরা পরীক্ষা কেন্দ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। নতুন প্রজন্মের আইসিবিএমের রকেটের নির্ভরযোগ্যতা যাচাই করে দেখাই এ পরীক্ষার প্রধান উদ্দেশ্য ছিল বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিন থেকে ছয়টি ওয়ারহেড বা বোমা বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২ হাজার কিলোমিটার। এ ছাড়া, এটির পৃথক পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও রয়েছে। এক দশক আগে প্রথম এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল এবং গত সাত বছর ধরে রুশ কৌশলগত বাহিনী এটি ব্যবহার করছে। আরটি, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ