Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন মিসরের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করেছে মিসর। গতকাল বুধবার এক ঘোষণায় এই কথা জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেদকি সোভি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এমনটা জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরের সময় এই ঘোষণা দেন সোভি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াং-মুকে সোভি জানান, তারা ইতোমধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করেছে। আর শান্তি রক্ষায় তারা সক্রিয়ভাবে দক্ষিণ কোরিয়ার পাশে থাকবে। ইয়াং মু’র সঙ্গে এটা সোভির প্রথম বৈঠক। প্রতিরক্ষা বিষয়ে গত মার্চে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ