Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েস স্যার নয় জয় হিন্দ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলার সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোলকলের সময় এখন থেকে আর ইয়েস স্যার বলতে পারবে না, বলতে হবে জয় হিন্দ। গত মঙ্গলবার এমন একটি নির্দেশনা জারি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এ বিষয়ে শিক্ষামন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বলেন, শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যের সাতনা জেলার সব সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষক রোলকল করলে এখন থেকে ইয়েস স্যারের পরিবর্তে বলতে হবে জয় হিন্দ। কুনওয়ার বিজয় শাহ বলেন, আগামী ১ অক্টোবর থেকে এ নিয়ম চালু করা হবে। পরবর্তী সময়ে এই নিয়ম বেসরকারি সব স্কুলেও চালু করা হবে। শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে আগামীতে মধ্যপ্রদেশ রাজ্যের সব সরকারি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোকে ভারতের শহীদদের নামে নামকরণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ