প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বাংলার একমাত্র সঙ্গীত সমাবেশ গানমেলা ও বৈশাখকে কেন্দ্র করে ২য় একক অ্যালবাম ‘বাঁধন’-এর কাজ নিয়ে ব্যস্ততম সময় কাটাচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধন। ইতোমধ্যে অ্যালবামটি অনলাইনে রিলিজ্ড করা হয়েছে। অ্যালবামটিতে রোমান্টিক সেড রক মেলো-রক ক্লাসিক্যাল ধারাসহ বিভিন্ন ধরনের গান রেখেছেন বলে জানিয়েছেন শিল্পী। অ্যালবামটিতে মোট ১১টি গান। তার মধ্যে পাঁচটি ডুয়েট গান রয়েছে। এতে ক্লোজআপের নওরিন, নির্ঝর, লাবণ্য, ইতি ও ঐশি দ্বৈত কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যে দুটি গানের ভিডিও ও দুটি গানের স্টুডিও ভার্সনের কাজ সম্পন্ন হয়েছে। বেপরোয়া মন শিরোনামের গানটির শূটিংয়ের কাজ কক্সবাজারে চলছে বলে প্রযোজনা সূত্র জানিয়েছে। গানটি পরিচালনা করছেন জিয়া উদ্দিন আলম। অ্যালবামটিতে গান লিখেছেন রকিব হোসেন, জনি হক, লিমন আহমেদ, ¯েœহা ঘোষ, আসিক বন্ধু, এন আই বুলবুল, ফিদেল নাঈম, মামুন আফনান রুমিসহ কয়েকজন গুণী গীতিকার ও নতুন মেধাবী গীতিকার। এই অ্যালবামে সুর ও সংগীত পরিচালক হিসেবে রয়েছেন রেজওয়ান শেখ, অয়ন চাকলাদার, সাহেদ ফিদেল নাঈম, রাব্বি আরবিসহ আরো অনেকে। অ্যালবামটি বাজারজাতসহ সকল প্রমোশনের সকল কাজ পরিচালনা করছে অডিও লেভেল জিসান মাল্টিমিডিয়া। এই অ্যালবামটি নিয়ে শিল্পীসহ সকলেই আসাবাদী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।