পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমারে সেনাবাহিনীর নিষ্ঠুরতম অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা গুলিবিদ্ধ চারজনসহ আরও ৫ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফের সীমান্তবর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সোমবার রাতে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা হলেন- গুলিবিদ্ধ ইমাম শরীফ (১৬), শওকত উল্লাহ (২৮), মো. তাহের (২১), আব্দুল করিম (১৯) ও মরিয়ম বেগম (১০)।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে মরিয়ম টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্যরা সবাই গুলিবিদ্ধ, সবার পায়ে গুলি লেগেছে। আহতরা জানান, মিয়ানমার থেকে মগসন্ত্রাসী ও সেনা সদস্যের হামলার মুখে পালিয়ে আসার সময় তারা পেছন থেকে গুলি করে। রোববার তারা আহত অবস্থায় টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের আসেন। সেখানে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়।
গত ২৪ আগস্ট থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। এরপর থেকে গত ১৯ দিনে মোট ৯৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। যাদের অধিকাংশই গুলিবিদ্ধ ও বোমা বিস্ফোরণে আগুনে পোড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।