পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জনশক্তি রফতানিতে ধীরগতি পরিলক্ষীত হচ্ছে। অতিসম্প্রতি গ্রুপ ভিসার পাশাপাশি একক ভিসায়ও সংশ্লিষ্ট মিশনগুলোর শ্রম উইংগুলোকে সত্যায়ন করতে সার্কুলার জারি করে কড়াকড়ি শর্তারোপ করায় কর্মী নিয়োগে নিম্নগতি হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গত ২৩ জুলাই নতুন সচিব ড. নমিতা হালদার যোগদানের পর ঈদের আগে এ সার্কুলার জারি করা হয়। ইতিপূর্বে বিদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধু গ্রুপ ভিসায় শ্রম উইংগুলোর সত্যায়ন বাধ্যতামূলক ছিল এবং একক ভিসায় কোনো সত্যায়ন লাগতো না। একক ভিসায় কর্মী নিয়োগে বিদেশে বাংলাদেশী মিশনগুলোর শ্রম উইংগুলোকে কোনো কর্মস্থল (ফ্যাক্টরী ) পরিদর্শন করতে হতো না। ফলে জনশক্তি রফতানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হতো। ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৫৭ হাজার ৭শ’ ৩১ জন নারী-পুরষ কর্মী চাকুরি লাভ করেছে। গত জানুয়ারী থেকে গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে ৬ লাখ ৯৬ হাজার ৪শ’ ১৭জন কর্মী চাকুরি লাভ করেছে। এর মধ্যে গত আগষ্ট মাসেই ৯৩ হাজার ৩শ’ ৪১ জন কর্মী চাকুরি নিয়ে বিদেশে গেছে। আর একক ভিসায় সত্যায়ন বাধ্যতামূলক করে সার্কুলার জারির পর গত ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে ৬ হাজার ৩শ’ ৭১ জন কর্মী চাকুরি লাভ করেছে। বিদেশের মিশনগুলোর শ্রম উইংগুলোতে জনবলের স্বল্পতার দরুন নতুন সার্কুলার জারি হওয়ায় দূরদুরান্তে কর্মস্থল পরিদর্শন করে একক ভিসায় সত্যায়ন দিতে হিমসিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। একক ভিসায় সত্যায়ন বাধ্যতামূলকের নির্দেশনা দীর্ঘ দিন বহাল থাকলে জনশক্তি রফতানিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। একাধিক রিক্রুটিং এজেন্সি’র মালিক এ অভিমত ব্যক্ত করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নারায়ণ চন্দ্র বর্মা গতকাল তার দপ্তরে ইনকিলাবকে বলেন, বিদেশে গিয়ে কর্মীরা যাতে প্রতারণার শিকার না হন এবং কাজের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে একক ভিসায় সত্যায়ন বাধ্যতামূলক করে শ্রম উইংগুলোকে সার্কুলার জারি করা হয়েছে। তিনি বলেন, এ সার্কুলার জারি পর কাতার , কুয়েত ও ওমরানের শ্রম উইংগুলো একক ভিসার কর্মস্থল পরিদর্শন করে সত্যায়ন দিতে সম্মতি দিয়েছে। তবে একক ভিসার কর্মস্থল দূরের পথ হলে পরিদর্শন করে শ্রম উইংগুলো সমস্যায় পড়তে পারে বলে যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।