রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুর জেলা সংবাদদাতা
পূর্বশত্রুতার জের ধরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার গ্রামে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে মা-বাবার সামনে পুত্র রিগ্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নড়িয়া থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকা সন্দেহে ইমরান হাওলাদার নামে এক ইতালী প্রবাসীকে আটক করেছে। নড়িয়া থানার ওসি একরাম আলী মিয়া জানান, এটি পরিকল্পিত হত্যাকা-। নড়িয়া উপজেলার পন্ডিতসার গ্রামের বাবুল দেওয়ানের পুত্র রিগ্যান দেওয়ান (২৫)-কে নিজ ঘরের ভিতরে প্রবেশ করে রোববার দিবাগত রাতে কুপিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা মনোয়ারা বেগম বলেন, এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নাসির ফকিরের সাথে মিন্টু মালতের বিরোধ চলে আসছিল। গত ৬ মার্চ পন্ডিতসার বাজারে উভয়পক্ষের মধ্যে সালিশি বৈঠক হয়। এ সময় আমার ছেলে রিগ্যান নাসির ফকিরের পক্ষ নিয়ে মিন্টু মালতের সাথে তর্কে জড়ায়। এ কারণে ক্ষিপ্ত হয়ে পরদিন ৭ মার্চ মিন্টু মালত নড়িয়া থানায় একটি সাধারণ ডাইরী করে। এর জের ধরে রোববার রাত দেড়টার দিকে শাহ আলমসহ ৭/৮ জন সন্ত্রাসী আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে রিগ্যানের বাবাকে দোকানে আটকে রেখে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।