Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যে দ্রব্যমূল্য লাগামহীন হলেও বাড়ছে না মজুরি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকায় বেড়েছে পরিবহন ব্যয়। যার প্রভাবে বাড়ছে মূল্যস্ফীতি। কিন্তু যে হারে মূল্যস্ফীতি বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না মজুরি। ব্রিটেনের বর্তমান জীবনযাত্রার ব্যয়ের যে চিত্র, তাতে মজুরির তুলনায় লাগামহীনভাবে বাড়তে থাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে উত্তরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারিভাবে যুক্তরাজ্যের ভোক্তা মূল্যসূচকের ফলাফল প্রকাশের কথা রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতামত, আগস্টে ভোক্তা মূল্যসূচক জুলাইয়ের ২ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৮ শতাংশে গিয়ে দাঁড়াবে। এর আগে জুনে ভোক্তা মূল্যসূচক পৌঁছে গিয়েছিল চার বছরের সর্বোচ্চেÑ ২ দশমিক ৯ শতাংশ। আর যদি তাই হয়, তবে আগস্টে ভোক্তা মূল্যসূচক অনেকটাই জুনের রেকর্ড সর্বোচ্চ ফলাফলের কাছাকাছি পৌঁছে যাবে। বলাবাহুল্য, সা¤প্রতিক সপ্তাহগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম অনেক বেশি বেড়ে গেছে। ফলে উচ্চ মূল্যস্ফীতির অন্যতম একটি নিয়ামকে পরিণত হয়েছে পরিবহন ব্যয়। এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সিমন কুশারের জেমস ব্রাউন বলেন, পুরো গ্রীষ্মের সময়টায় পেট্রোলের দাম অনেকটাই কম ছিল। কিন্তু এর পরের সময় থেকে পেট্রোলের দাম বাড়তে শুরু করে। এর ফলে গত বছরের তুলনায় আগস্ট ও সেপ্টেম্বরে থেকে খরচ বেড়ে গেছে ৫ শতাংশেরও বেশি। কিন্তু সে তুলনায় মজুরি বাড়েনি। অর্থনীতিবিদরা পূর্বাভাসে বলছেন, বুধবার শ্রমবাজারের যে পরিসংখ্যান প্রকাশিত হতে যাচ্ছে, সেখানে জুলাই পর্যন্ত গত তিন মাসে বোনাস ব্যতীত গড় আয় বার্ষিক ২ দশমিক ২ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক মাস আগে রেকর্ডকৃত ২ দশমিক ১ শতাংশ গড় আয়ের তুলনায় তা কিছুটা বেশি। কিন্তু এখন পর্যন্ত প্রকৃত মজুরি কমতির দিকে রয়েছে। এদিকে আন্তর্জাতিক ব্যাংকিং ও সম্পত্তি ব্যবস্থাপনা-বিষয়ক প্রতিষ্ঠান ইনভেসটেকের বিশ্লেষকরা এক পূর্বাভাসে জানান, ব্রিটেনের বেকারত্বের হার কমে চার দশকে সর্বনিম্ন ৪ দশমিক ৩ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু মজুরি প্রবৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে সতর্ক করেন তারা। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ