Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সহায়তা হ্রাস করা হলে হিতে বিপরীত হবে

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী আব্বাসির

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানি কর্মকর্তাদের ওপর মার্কিন অবরোধ কিংবা সামরিক সহায়তা আরো হ্রাস করা হলে তা যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসীদের বিরুদ্ধে উভয় দেশের যুদ্ধকে ক্ষতিগ্রস্ত করবে। প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের সব ঝামেলার জন্য পাকিস্তানকে দায়ী করা অন্যায়। তিনি বলেন, সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের ক্ষয়ক্ষতি এবং ৩৫ লাখ আফগান উদ্বাস্তুকে আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করা উচিত ছিল যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসীরা পাকিস্তানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটা প্রতিহত করার জন্য ইসলামাবাদ ২,৫০০ কিলোমিটার সীমান্তজুড়ে বেশ কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে বেড়া নির্মাণ করছে। আব্বাসি বলেন, সাধারণ নির্বাচন এগিয়ে আসতে থাকায় অর্থনীতির ওপর চাপ বাড়ছে। ২০১৮ সালের মাঝামাঝি নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। ২০১৬-১৭ সালে পাকিস্তানের ৩০০ বিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছিল ৫.৩ ভাগ। কয়েক দশকের মধ্যে এটাই সর্বোচ্চ। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আফগান নীতি প্রকাশ এবং ইসলামাবাদের বিরুদ্ধে বিষোদগার করার পর থেকে মার্কিন-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। আফগান তালেবান এবং অন্যান্য সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছিলেন ট্রাম্প। হাক্কানি নেটওয়ার্কের সন্ত্রাসীদের দমনে ইসলামাবাদের সাফল্যের ওপর ভবিষ্যতে পাকিস্তানে সহায়তা নির্ভর করবে বলে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে শর্তারোপ করেছে। অভিযোগ করা হচ্ছে, হাক্কানি গ্রæপই আফগান তালেবান এবং অন্যান্য সন্ত্রাসীকে আফগানিস্তানের ভেতরে হামলা চালাতে সহায়তা করে থাকে। সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুই করছে না- এমন অভিযোগও পাকিস্তান প্রত্যাখ্যান করে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান বিপুল আত্মত্যাগ করেছে, ২০০১ সাল থেকে তাদের লাখ লাখ লোক হতাহত হয়েছে। আব্বাসি রয়টার্সকে বলেন, পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়াশিংটনের যেকোনো ধরনের পরিকল্পিত অবরোধ সন্ত্রাসবিরোধী প্রয়াসে সহায়ক হবে না। গত সোমবার ইসলামাবাদে এক সাক্ষাতকারে তিনি বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ