মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে চীন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে। চীনের ক্রমবর্ধমান এ দাবিকে সম্প্রতি চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে ইন্দোনেশিয়া। স¤প্রতি প্রকাশ্যে দক্ষিণ চীন সাগরে নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের উত্তর পানিসীমার নাম পরিবর্তন করেছে ইন্দোনেশিয়া। যদিও এর পরপরই এ পদক্ষেপকে নিরর্থক বলে উল্লেখ করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের ওপর চীনের দাবির প্রতি অন্যান্য দেশকে বেশ নমনীয় হতে দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে ইন্দোনেশিয়া আরো আক্রমণাত্মক রূপ ধারণ করছে। এরই মধ্যে নতুনা আইল্যান্ডে একটি সামরিক স্থাপনা নির্মাণ ও সেখানে নৌবাহিনীর রণতরী মোতায়েনের পরিকল্পনা করেছে দেশটি। গত বছর দেশ দুটির মধ্যে সতর্কতামূলক গুলি বর্ষণসহ তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে একবার ইন্দোনেশিয়ার রণতরী একটি চীনা মাছ ধরার নৌকা ও এর সদস্যদের আটক করে। দক্ষিণ চীন সাগরের অফুরন্ত সম্পদ, বিশেষত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং মৎস্য সম্পদের ওপর কর্তৃত্ব করার লক্ষ্যে নিজের সবচেয়ে বড় বিনিয়োগকারী ও বাণিজ্য অংশীদার চীনকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ চীন সাগরের নাইন-ড্যাশ-লাইন-সংলগ্ন বিস্তৃত অঞ্চলকে নিজের বলে দাবি করে আসছে চীন। বেইজিংয়ের এ দাবি ঘিরে চ্যালেঞ্জ জানাচ্ছে ইন্দোনেশিয়া। এদিকে অস্থির পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের দাবিকৃত পানিসীমার মধ্যে টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর তরী, যা চীনের দাবির প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথইস্ট এশিয়ান স্টাডিজের দক্ষিণ চীন সাগর-বিষয়ক গবেষক ইয়ান স্টোরে জানান, ইন্দোনেশিয়া অঞ্চলটি ঘিরে বিরোধের একটি অংশে পরিণত হয়েছে। দেশটি যত দ্রুত বিষয়টি উপলব্ধি করতে পারবে, ততই মঙ্গল। মূলত নতুনা সমুদ্রকে কেন্দ্র করে বিরোধটি বিস্তৃত। ইন্দোনেশিয়ার উত্তরে সম্পদ সমৃদ্ধ নৌপথটি একই সঙ্গে ভিয়েতনামের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল-সংলগ্ন। নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।