নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ আফ্রিকা টেস্টে নেই সাকিব
অস্ট্রেলিয়া সিরিজের চট্টগ্রাম টেস্টের ময়নাতদন্ত এখনও বাকি। অধিনায়ক-বোর্ড চলছে সাপ-লুডোর খেলা। এরই মধ্যে দোড়গোড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফিকা সফর। চট্টগ্রাম টেস্টে বাজে ব্যাটিংয় নিয়ে যখন চলছে কানাঘুষা, অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্ব নিয়েও দেখা দিয়েছে দ্বিধা-দ্ব›দ্ব, ঠিক সেই সময়ই ঘোষনা করা হলো দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্টের দল। গতকাল বিকেলে ঘোষিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে সাকিব আল হাসানকে, এক সিরিজ পরই আউট নাসির হোসেন আর দলে ইন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও শুভাশিস রায় চৌধুরী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ১৫ সদস্যের দল ঘোষণার আগেই জানা হয়ে গেছে থাকছেন না সাকিব আল হাসান। ছয় মাসের বিশ্রাম চাওয়া অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে না খেলার অনুমতি পেয়েছেন। তবে মন পরিবর্তন করলে তাকে ফেরার সুযোগ দিয়ে রেখেছে বিসিবি। সাকিব থাকলে হয়তো দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকবেন না তাইজুল ইসলাম। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার বিশ্রাম পাওয়ায় টিকে গেছেন বাঁহাতি এই স্পিনার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন নাসির। কন্ডিশনের বিবেচনায় বাদ পড়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
এক সিরিজ পরে দলে ফিরেছেন দুই পেসার রুবেল ও শুভাশিস। তাদের নিয়ে দলে পেসার পাঁচ জন। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ শফিউল ইসলাম দলে জায়গা ধরে রেখেছেন। বাংলাদেশের সবশেষ সফরে শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। এর মাঝে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। প্রধান নির্বাচক জানান, তার চাওয়ায় দলে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। বøুমফন্টেইনে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ অক্টোবর। ৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে এরপর।
টেস্টের বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, শুভাশিস রায় চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।