Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক হচ্ছেন মেসি-নেইমার-দিবালারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ও কাঙ্খিত আসর বলা হয় যাকে। যে আসর এক কাতারে নিয়ে আসে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, পল পগবা, পাওলো দিবালা, জিয়ানলুইজি বুফনের মত বিশ্ব তারকাদের।
লড়াইটা কি শুধুই খেলোয়াড়দের মধ্যে, ডাগ-আউটে নয়? একবার ভাবুন তো- সাইড লাইনে পাশাপাশি দাঁড়িয়ে আছেন জিনেদিন জিদান ও তার এক সময়ের কোচিং গুরু কার্লো আনচেলত্তি, আর্সেন ওয়েঙ্গার ও হোসে মরিনহো কিংবা পেপ গার্দিওলা ও অ্যান্তোনিও কোন্তে।
প্রতি মৌসুমের মত এবারের আসরও শুরু হচ্ছে আগের মৌসুমকে ছাড়িয়ে যাওয়া নতুন চ্যালেঞ্জ নিয়ে। এবারের আসরে নতুন মাত্রা যুক্ত করছে বেশ কয়েকটি বিষয়। এদের মধ্যে অন্যতমÑ ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্যারিস সেইন্ট জার্মেই-এর (পিএসজি) আটঘাট বেধে মাঠে নামা, দীর্ঘ সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ৫ দলের অংশগ্রহণ এবং প্রথম দল হিসেবে রিয়াল মাদ্রিদের হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য।
প্যারিসের ক্লাব পিএসজির কথা একটু আলাদাভাবে বলতেই হয়। চ্যাম্পিয়ন হওয়ার নেশায় ক্লাব কতৃপক্ষ কাড়ি কাড়ি অর্থ ঢালতে কোন কার্পন্য করেননি। ফুটবল বিশ্বের চোখ কপালে তুলে দিয়ে ২২২ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য রিলিজ ক্লজ মিটিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে ভাগিয়ে এনেছে দলটি। এখানেই থেমে থাকেনি তারা। রিয়াল মাদ্রিদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া কিলিয়ান এমবাপেকে দলে ভেড়ানোও চাট্টিখানি কথা নয়।
এমবাপেকে অবশ্য ধার হিসেবে এনেছে উনায় এমেরির দল। চুক্তিতে পরের মৌসুমে ১৪৫ মিলিয়ন ইউরোর (ক্ষেত্র বিশেষ বেড়ে হতে পারে ১৮০ মিলিয়ন ইউরো) বিনিময়ে কিনে নেওয়ার একটা দরজাও খুলে রেখেছে লিগ ওয়ানের দলটি। এছাড়া দলে আগে থেকেই ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, এডিনসন কাভানির মত তারকারা। ঘরোয়া লিগে টানা ৫ ম্যাচে প্রতিপক্ষকে তছনছ করে আজ ইউরোপিয়ান লড়াইয়ের ম্যাচে নামবে দলটি, প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক।
তবে ম্যাচ হিসেবে এদিন ফুটবল প্রেমিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ক্যাম্প ন্যু। ‘ডি’ গ্রæপের ম্যাচে যেখানে বার্সেলোনার প্রতিপক্ষ টানা ছয় সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। যে জুভেন্টাসের কাছে হেরে গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিতে হয়েছিল বার্সাকে। ওল্ড লেডিদের মাঠে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল বার্সা। এর আগে অবশ্য ২০১৫ সালের ফাইনালে জুভাদের হারিয়েই আসরে নিজেদের শেষ শিরোপা ঘরে তুলেছিল কাতালান ক্লাবটি।
দুই দলই আপন আলোয় উজ্জ্বল। এরপরও বলতে হচ্ছে বার্সায় নেই নেইমার। িেদকে নিষেধাজ্ঞার কারণে জুভারা পাবে না কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কাডরাডোকে। দুই দলই ঘরোয়া লিগে শুরুর তিন ম্যাচই জিতেছে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে। এরই মাঝে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারেন একজন, লিওনেল মেসি। শেষ দুই ম্যাচে যিনি করেছেন ৫ গোল। কোচ আর্নেস্তো ভালভার্দের জন্য আরো বড় স্বস্তির খবর হলো দলে নেইমারের অভাব বুঝতে না পারা। মেসি যেমন আছেন তার নিজের ঢংয়ে, তেমনি আলো ছড়াচ্ছেন দলে নতুন আসা দেউলোফেউরা। উসমান ডেম্বেলেও অভিষেক ম্যাচে লুইস সুয়ারেজকে দিয়ে গোল করিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজ দায়ীত্ব পালনের জন্য তিনি প্রস্তুত।
এজন্য বার্সা যে চিন্তামুক্ত হয়েই মাঠে নামবে ব্যাপারটা আদতে তেমন নয়। তাদের জন্যে হুমকি হয়ে দেখা দিতে পারেন মেসিরই আর্জেন্টাইন সতীর্থ পাওলো বিদালা। ক্লাবের হয়ে শেষ দুই ম্যাচে তিনিও করেছেন চার গোল। সেরি আ প্রতিপক্ষ জেনোয়ার মাঠে হ্যাটট্রিক করার পর বার্সাকে একটা স্বতর্কবার্তাও পাঠিয়েছিলেন তরুণ এই স্ট্রাইকার।
মুখোমুখি
বার্সেলোনা-জুভেন্টাস
চেলসি-কারাবাগ
সেল্টিক-পিএসজি
বায়ার্ন-আন্ডরলেখ
ম্যান ইউ-বাসেল
অলিম্পিয়াকোস-স্পোর্টিং
রোমা-অ্যাট. মাদ্রিদ
বেনফিকা- মস্কো



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ