রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করে গতকাল সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন কক্ষে তালা ঝুলায়। স্থানীয় সূত্র ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ সহকারী শিক্ষক মামুন ও মিনহাজ্ব বিদ্যালয়ে না এসে বিভিন্ন রাজনৈতকি কর্মকা- নিয়ে ব্যস্ত থাকেন। আর এ সুযোগে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও বিদ্যালয় ফাঁকি দিয়ে প্রতিদিন নিজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ফলে বিদ্যালয়ে কোন ক্লাস না হওয়ার কারণে ৪২৯ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিয়তার মুখে পড়েছে। আর এ অনিশ্চয়তা থেকে রক্ষা পেতে শিক্ষার্থীরা গতকাল সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সোহেল, লালন, শাহীন ও রায়হান জানান, ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক বিদ্যালয়ে না এসে নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, ফলে বিদ্যালয়ে কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় তাদের শিক্ষা জীবন অনিশ্চতার মধ্যে পড়েছে। আর এ অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে আমরা প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও বিভিন্ন অনৈতিক কর্মকা-ে জড়িত শিক্ষকদের অপসারন দাবি করেছি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সুজন বিশ্বাস, রিফাজ উদ্দিন ও জিয়াউল ইসলাম জানান, বিদ্যালয়ে না গিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। এর ফলে তাদের সন্তানদের পড়া-লেখা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকগণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, বিদ্যালয়ে ঠিকমত ক্লাস না হওয়ায় ছাত্ররা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়েছিল। পরে বিষয়টি বসে ঠিক করা হয়েছে। আগামীকাল থেকে ঠিকমত ক্লাস হবে। দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ জানান, ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ে একটু ঝামেলা হয়েছে তা দেখার জন্য একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামকে বিদ্যালয়ে পাঠানো হয়েছে। সে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।