Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে বিধবাকে ধর্ষণের চেষ্টা ৯ দিনেও মামলা নেয়নি পুলিশ

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে এক বিধবা মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিধবা হালিমা খাতুন থানায় অভিযোগ করলেও ৯ দিনেও মামলা হয়নি বলে বিধবা অভিযোগ করেন। থানায় লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মাওনা তহসিল অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী মৃত আবুল কাসেমের বিধবা স্ত্রী হালিমা খাতুনের মাওনা বাজারের উত্তর পাশে ২ গ-া জমি ও বসতবাড়ি আছে। ওই জমি ও বসতবাড়ি নিয়ে একই এলাকার মাজেদ উদ্দিনের ছেলে ফিরুজ মিয়া বিরোধ সৃষ্টি করে আসছিল। এমনকি ওই জমি ও বাড়ি কম মূল্যে বিক্রি করে দেয়ার জন্যও বিধবাকে একের পর এক হুমকি দিয়ে আসছিল। বিধবা হালিমা খাতুন অভিযোগ করে বলেন, ফিরুজ মিয়ার কাছে কম মূল্যে জমি বিক্রি না করায় গত ৬ মার্চ ফিরুজ মিয়া তার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও শ্রীপুর থানা পুলিশ মামলা না নেওয়ার অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বিধবার অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে বিধবাকে ধর্ষণের চেষ্টা ৯ দিনেও মামলা নেয়নি পুলিশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ