Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে আ.লীগ ১৪ চেয়ারম্যান প্রার্থী

গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়ন

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই ১৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলকারীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন ওই ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন  বলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর লতিফপুর ইউনিয়নে ফকরুল ইসলাম, দুর্গাপুরে নাজিব আহম্মেদ নাজিব, বোড়াশীতে এমএম মনির আহম্মেদ ননী, কাঠিতে মোঃ বাচ্চু শেখ, কাজুলিয়াতে মাখন লাল দাস, গোবরায় শফিকুর রহমান চৌধুরী টুটুল, শুকতাইলে মোঃ শহিদুল ইসলাম, হরিদাসপুরে মুন্সি মকিদুজ্জামান, করপাড়ায় এ্যাড. সিকদার শাহ সুফিয়ান, বৌলতলীতে সুকান্ত বিশ্বাস, সাতপাড়ে সুজিৎ মন্ডল, সাহাপুরে সুবোধ চন্দ্র হীরা, রঘুনাথপুরে শ্রীবাস বিশ্বাস, উলপুরে মোঃ কামরুল হাসান বাবুল মোল্লা একক প্রার্থী রয়েছেন। ইউনিয়নগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস জানিয়েছেন। বাকি ৬টি ইউনিয়ন মাঝিগাতী, পাইককান্দি, উরফি, চন্দ্রদিঘলিয়া, জালালাবাদ, গোপীনাথপুর ও নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সব ইউনিয়নেই সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবেও বলে জানান ওই কর্মকর্তা। আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে আ.লীগ ১৪ চেয়ারম্যান প্রার্থী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ