Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের পরিচয়পত্র দেবে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতিগত সহিংসতায় মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেবে সরকার। এদের আশ্রয় দিতে কক্সবাজারের কুতুপালংয়ে দুই হাজার একর জমির ওপর একটি আশ্রয়কেন্দ্রও খোলা হচ্ছে। গতকাল রোববার সচিবালয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরো বলেন, পরিচয়পত্র ছাড়া কোনো রোহিঙ্গা বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা পাবে না। তারা কতজন মিয়ানমার থেকে বাংলাদেশে এল, তার একটি তথ্যভান্ডার করা হবে। আক্রমণের অভিযোগে গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালায়। জাতিসংঘ বলেছে, এ হামলায় এক হাজারের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। জাতিগত নিধনযজ্ঞের ভয়ে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে। এখন পর্যন্ত বিভিন্ন হিসাবে বলা হয়েছে, তিন লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ