নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন প্রিমিয়ার বিভাগ মহিলা ক্রিকেট লিগকে সামনে রেখে গত বছরের মত এবছরও শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক। গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের সচিবালয়ে মহিলা ক্রিকেটারদের সঙ্গে চুক্তিস্বাক্ষর হয়। রূপালী ব্যাংক আসন্ন লিগেও চ্যাম্পিয়ন হতে চায়। এ লক্ষ্যে তারা জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ, জাতীয় দলের আয়েশা রহমান, সানজিদা রহমানসহ উঠতি তারকা ক্রিকেটারদের দলভূক্ত করেছে। খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষনের জন্য ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ভারতীয় কোচ মানজিৎ সিংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে । রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ জানিয়েছে, তারা তিনজন বিদেশী মহিলা ক্রিকেটারকেও দলভূক্ত করেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান গতকাল ইনকিলাবকে জানান, দেশের মহিলা ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখার লক্ষে ব্যাংকটির এই কার্যক্রম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।