মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করেন বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে যখন টানাপড়েন চলছে তখন দু’নেতা এ আলোচনা করলেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, তুরস্ক এবং আমেরিকার কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন দু’নেতা। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর কথাও বলেছেন তারা। এদিকে, হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে আমেরিকা ও তুরস্কের অভিন্ন প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে তারা বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আনাদুলো,এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।