Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিকেকে’র একশ’ সদস্য নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তুরস্কের সেনা অভিযানে নিষিদ্ধ ঘোষিত কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র প্রায় একশ’ সদস্য নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এবং তেহরানভিত্তিক প্রেস টিভি। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ওই দুই সংবাদমাধ্যম। তুর্কি জেনারেল স্টাফের বিবৃতিকে উদ্ধৃত করে ওই দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাককারি এবং সিরনাক প্রদেশের দু’টি এলাকায় গত দু’সপ্তাহব্যাপী এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ধ্বংস হয়েছে পিকেকে’র ১২ গোপন আস্তানা। এ ছাড়া, ব্যাপক অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। তবে এতে নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতির কোনও বিবরণ দেওয়া হয়নি। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের কুর্দি অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবি করে আসছে। তুরস্ক পিকেকেকে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পাশাপাশি নিষিদ্ধও করেছে। তাদের সঙ্গে তুরস্ক সরকারের নাজুক যুদ্ধবিরতি ২০১৫ সালের জুলাইয়ে ভেঙ্গে যায়। সে থেকে পিকেকের বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়েছে। স্পুটনিক, প্রেস টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ