Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্ব›দ্ব মেটাতে ব্যর্থ ট্রাম্প

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সউদী নেতৃত্বাধীন চার আরব দেশ ও কাতারের মধ্যকার চলমান দ্ব›দ্ব মেটাতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ট্রাম্প চলমান দ্ব›দ্ব মীমাংসার উদ্যোগ নেয়ায় কাতার ও সউদী নেতৃত্ব ফোনে কথা বলেন এবং সংলাপে বসার বিষয়ে একমত হন। কিন্তু দু’দেশের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির ভাষা নিয়ে নতুন বিরোধ দেখা দেয় এবং সম্ভাব্য সংলাপের সিদ্ধান্ত বাতিল করে সউদী আরব। নিউ ইয়র্ক টাইমস গত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কাতার ও সউদী নেতাদের মধ্যে ওই ফোনালাপের ব্যবস্থা করেছিলেন এবং নিজের মধ্যস্থতায় এক সপ্তাহের মধ্যে তিক্ত দ্ব›দ্ব অবসানের অঙ্গীকার করেছিলেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে কুয়েতের আমিরের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প কাতার ও সউদী আরবের প্রতি আহŸান জানিয়ে বলেছিলেন, আমি মনে করি আপনাদের খুব দ্রæত এ সমস্যার সমাধান করা উচিত। এরপর তিনি সউদী যুবরাজ ও কাতারের আমিরকে ফোন করে সমস্যা সমাধানের তাগিদ দেন এবং কাতারের আমির শেখ তামিম বিন আলে সানি ও সউদী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ফোনালাপ করেন। ওই ফোনালাপে সংলাপে বসার সিদ্ধান্ত হয় কিন্তু পরে তা বাতিল করে সউদী আরব। সউদী পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র দেয়া বিবৃতির কারণে সংলাপের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। সউদী আরব দাবি করছে, যুবরাজ মুহাম্মাদকে ফোন করেছেন কাতারের আমির কিন্তু কিউএনএ বলেছে, যুবরাজ আগে ফোন করেছেন; এ ঘটনাকে সউদী আরব প্রটোকল লঙ্ঘন বলে উল্লেখ করেছে। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ