মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও চরমপন্থী বৌদ্ধদের নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে কানাডার সাসকাটনের মুসলিম স¤প্রদায় প্রতিবাদ সমাবেশ করেছে। গত শনিবার বিকালে কানাডার সিটি হলের বাইরে শতাধিক মানুষ জড়ো হয়ে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান। কনজারভেটিভ এমপি কেভিন ওয়াফ বলেন, আমরা বিশ্বাস করি, মিয়ানমারে যা হচ্ছে তা একটি পরিকল্পিত গণহত্যা। তিনি এবং নিউ ডেমোক্র্যাট এমপি শেরী বেনসন উভয়ই বিষয়টি পার্লামেন্ট অধিবেশনে উত্থাপনের অঙ্গীকার করেন। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে উপ-প্রধানমন্ত্রী ডন মরগান বলেন, মিয়ানমারকে অবিলম্বে এই সহিংসতা ও হত্যাকান্ড বন্ধ করতে হবে। রাশিয়া ও চীনের হস্তক্ষেপের জন্য সমাবেশের উদ্যোক্তা ড্যানিয়েল কুহেলেন কানাডার পররাষ্ট্র মন্ত্রী চিরিস্তিয়া ফ্রিল্যান্ডের প্রতি আহ্বান জানান। র্যালির আয়োজক স্থানীয় ইসলামি এসোসিয়েশন রোহিঙ্গাদের জন্য ইতোমধ্য ২৫ হাজার ডলার সহায়তা করেছে বলে কুহেলেন জানান। একটি পৃথক সাক্ষাত্কারে ইসলামিক অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র মাটিন রাজি বলেন, সমস্যা সমাধানে দুই পক্ষকেই সংযম প্রদর্শন করতে হবে। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ ও শরণার্থীদের জন্য মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে কানাডা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান। সমাবেশে উপস্থিত বক্তারা রোহিঙ্গা শরণার্থীদের কানাডায় প্রবেশ করতে অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। দ্য স্টার ফনিক্স ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।