Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ ওবামাকে দেখে বিস্মিত শিক্ষার্থীরা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি বিদ্যাপীঠ ম্যাককিনলে টেক হাই স্কুল। স্কুলটির শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ শুরু হয় গত শুক্রবার। বিশেষ সেই দিনটিতে কোনো পূর্বঘোষণা ছাড়াই স্কুলে হাজির হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হঠাৎ তাঁকে দেখে বিস্ময়ের ঘোর কাটছিল না শিক্ষার্থীদের। ওয়াশিংটনের স্কুলের শ্রেণিকক্ষে ওবামার আকস্মিক ঢুকে পড়ার একটি ছবি টুইটারে পোস্ট করেছেন তাঁর এক সহকারী। এতে দেখা যায়, ওবামাকে দেখে বিস্ময়ে হা করে আছে শিক্ষার্থীরা। ওবামার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এরপর ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ১২ ঘণ্টার কম সময়ের মধ্যে এটি দেখা হয়েছে ১৭ লাখ বারের বেশি। ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে হাস্যোজ্জ্বল ওবামা শিক্ষার্থীদের বলছেন, সব কিছু কেমন চলছে? ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে ওবামা লেখেন, ম্যাককিনলে টেক হাই স্কুলে আজ আমি যেসব তরুণের সঙ্গে দেখা করেছি, তাদের কারণেই ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। দেশজুড়ে স্কুলগামী সব তরুণ আমাকে গর্বিত করে। তোমরাই পরবর্তী প্রজন্মের নেতা, আমরা তোমাদেরই চাই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ