Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীল নদের তীরে সাড়ে ৩ হাজার বছর পূর্বের সমাধি

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরে সাড়ে তিন হাজার বছর আগের একটি সমাধি আবিষ্কার করেছেন প্রতœতাত্তি¡করা। সেই সমাধিতে মিসরের অষ্টাদশ রাজবংশের এক স্বর্ণকারের মূর্তি পাওয়া গেছে। আল-জাজিরার খবরে বলা হয়, স¤প্রতি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত লুক্সরে একটি সমাধিক্ষেত্রে মূর্তিটি পাওয়া গেছে। ওই মূর্তির পাশাপাশি সমাধিটিতে এক নারী ও তাঁর দুই সন্তানের মমি পাওয়া গেছে। সমাধিটি মিসরের রাজধানী শহর কায়রো থেকে ৪০০ মাইল দক্ষিণে অবস্থিত। সেখানে তৎকালীন রাজপরিবার ও সংশ্লিষ্টদের সমাধিস্থ করা হতো। এর আগে গত এপ্রিলে লুক্সরেই বেশ কয়েকটি মমি, ১০টি কাঠের কফিন ও এক হাজারের বেশি মূর্তি উদ্ধার করে দেশটির প্রতœতাত্তি¡করা। বিপুল এই প্রতœতত্ত¡ উদ্ধারের পর দেশটির পর্যটনশিল্পের বিকাশ নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে। নতুন আবিষ্কারের বিষয়ে মিসরের পুরাকীর্তিমন্ত্রী খালেদ আল-আনানি বলেন, সমাধিটির অবস্থা এই মুহূর্তে ভালো নয়। মন্ত্রী বলেন, আমরা সমাধির ভেতর ও বাইরে অনেক কিছু পেয়েছি। মমি, কফিন, স্বর্ণালংকার, সমাধিস্থ মুখোশ, সমাধিস্থ চিরুনি ও স্বর্ণমূর্তি পেয়েছি। এখনো সমাধিটিতে কাজ চলছে বলেও জানান আল-আনানি। পুরাকীর্তিমন্ত্রী আরো বলেন, এই অঞ্চলে সামনের মৌসুমে আরো খননকাজ চালানো হবে। তিনি বিশ্বাস করেন, এই ক্ষেত্রটিতে আরো অনেক কিছুর সন্ধান পাওয়া যাবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ