মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী বছরের শেষের দিকে নেদারল্যান্ডসের মাধ্যমিক বিদ্যালয়গুলোয় কোনো ধরনের মিষ্টিজাতীয় কোমল পানীয় বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ডাচ অ্যাসোসিয়েশন অব সফট ড্রিংকস, ওয়াটারস অ্যান্ড জুসেস (এফডবিøউএস)। মূলত বিদ্যালয়গুলোয় স্বাস্থ্যকর খাদ্য ও পানীয় সরবরাহে জাতীয় পর্যায়ের প্রচেষ্টার অংশ এটি। নতুন এ সিদ্ধান্তের বিষয়ে এফডবিøউএসের পরিচালক রেমন্ড জিয়ানোত্তেন বার্তা সংস্থা আরটিএলকে জানান, তারা তরুণ সমাজকে স্বাস্থ্যকর খাদ্য পছন্দের ব্যাপারে সাহায্য করতে আগ্রহী। সিদ্ধান্তটি মূলত পুরো ইউরোপের কোমলপানীয় প্রস্তুতকারী সংস্থাগুলোর প্রতিশ্রæতির একটি অংশ। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোয় সামান্য ক্যালরিযুক্ত এবং ক্যালরিমুক্ত পানীয় সরবরাহের প্রতিশ্রæতি দিয়েছে কোমলপানীয় প্রস্তুতকারী সংস্থাগুলো। জিয়ানোত্তেন আরো জানান, বিদ্যালয়ে বিক্রির জন্য তৈরি করা হবে ‘হালকা’ কোমলপানীয়। এ ধরনের পানীয়তে মানবদেহের জন্য কোনো ক্ষতিকর উপাদান নেই বলে জানিয়েছেন তিনি। ডাচ নিউট্রিশন সেন্টার অনুযায়ী মূল পানীয়র তুলনায় যে পানীয়তে ৩০ শতাংশের কম কিলোক্যালোরি, চিনি বা চর্বি থাকে, সেটি ‘হালকা’ হিসেবে চিহ্নিত। দেশীয় ও বিদেশী উৎপাদনকারীসহ এফডবিøউএসের সদস্য সংখ্যা ২০। নেদারল্যান্ডসে এ সংস্থার একটি বিক্রয় কার্যালয়ও রয়েছে। ১৩ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে এরই মধ্যে বিপণন কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোয় কোমলপানীয় বিক্রি ও এর প্রচারণা বন্ধ করেছে এফডবিøউএস। মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও আর কোনো কোমলপানীয় বিক্রির ভেন্ডিং মেশিন স্থাপন করবে না প্রতিষ্ঠানটি। এর পরিবর্তে পানি ও স্বল্প ক্যালরিযুক্ত কোমলপানীয় দিয়ে ভেন্ডিং মেশিনগুলোর ৬০ ভাগ পূরণ করতে চাচ্ছে সংস্থাটি। বিদ্যালয়গুলোয় স্বাস্থ্যকর পুষ্টির বিষয়ে নতুন এ কার্যক্রম শুরুর মাধ্যমে পরবর্তীতে তরুণদের মধ্যে স্থূলতা হ্রাসে অবদান রাখতে চায় সংস্থাটি। ২০১৬ সালে চার থেকে ২০ বছর বয়সী ডাচ শিক্ষার্থীদের মধ্যে ১০ দশমিক ৬ শতাংশই মোটামুটিভাবে স্থূল ও ২ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী অতিরিক্ত স্থূল ছিল। ১৯৮১ সালে প্রথমবারের মতো শিক্ষার্থীদের ওজন-সংক্রান্ত তথ্যের পরিসংখ্যান তৈরি করেছিল স্ট্যাটিস্টিকস নেদারল্যান্ডস (সিবিএস)। সে সময়ের তুলনায় ২০১৬ সালের পরিসংখ্যানে মোটামুটি স্থূল ও অতিরিক্ত স্থূল শিক্ষার্থীদের হার যথাক্রমে ৮ ও ২ দশমিক ১ শতাংশ বেশি। নতুন এ প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮ সালের শেষ থেকে ইউএনইএসডিএ অন্তর্ভুক্ত ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্যালরিমুক্ত ও স্বল্প মাত্রার ক্যালরিযুক্ত কোমলপানীয় সরবরাহ করা হবে। ইউএনইএসডিএর সদস্যরা কোকা-কোলা, পেপসিকো, রেড বুল, সানটোরি বেভারেজ অ্যান্ড ফুড ইউরোপ, ব্রিটভিক ও রেফ্রেসকো বি ভি-কে অন্তর্ভুক্ত করেছে। ২০০৬ সালে ইউএনইএসডিএ সদস্যরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ধরনের কোমলপানীয় বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। সে সময় প্রায় তিন কোটি শিক্ষার্থীকে এর আওতায় নিয়ে আসা হয়। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।