নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পুরো ফুটবল বিশ্বেরই একটা আগ্রহ ছিল ম্যাচটা নিয়ে। না, কোন শিরোপা নির্ধারণী ম্যাচ নয়। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে কিলিয়ান এমবাপের অভিষেকের ম্যাচ। চলতি মৌসুমেই বার্সেলোনা সমর্থকদের হৃদয় চুর করে পিএসজিতে যোগ দেওয়া নেইমারের সাথে তার বোঝাপড়াটা কেমন হয় সেটও ছিল দেখার। দুটি বিষয়েই পূর্ণ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাবেক মোনাকো তারকা। পরশু অনুষ্ঠিত লীগ ওয়ানের ম্যাচেও তার জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। ১০ জনের স্বাগতিক মেজকে ৫-১ গোলে হারায় পিএসজি।
এ নিয়ে লীগ ওয়ানের নতুন মৌসুমে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতল পিএসজি। ফলে প্রতিদ্ব›িদ্ব ক্লাবগুলোর চেয়ে এরই মধ্যে তিন পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষস্থান অক্ষুন্ন রাখল উনাই এমেরির দল। খেলা শেষে কোচ এমেরি বলেন, ‘মাঠে দলের মধ্যে চমৎকার এই ভারসাম্যটিই আমার কাছে বেশী গুরুত্বপূর্ণ। আমার মতে ভালো খেলোয়াড়দের খেলতে হবে ভালো খেলোয়াড়দের সঙ্গে। কিলিয়ান (এমবাপে) দারুণ সূচনা করেছে।’
নেইমারের বানিয়ে দেয়া বলে প্রথমে দলকে এগিয়ে নেন এডিনসন কাভানি। তবে বিরতির আগেই দর্শনীয় হেডের সাহায্যে স্কোরলাইনে সমতা ফিরিয়ে আনেন মেজের স্ট্রাইকার ইমানুয়েল রিভিয়েরি। ম্যাচের ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে ডিফেন্ডার বেনুইট অ্যাসু-একুট্টো মাঠ ছাড়লে ১০ সদস্যের দলে পরিণত হয় স্বাগতিক মেজ। সেই সুযোগে গোলউৎসবে মেতে ওঠে পিএসজি। তিন মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্থ করেন এমবাপে। ১০ মিনিট পর স্কোরবোর্ড ৩-১ করে দেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। খানিক বাদে এমবাপের সহায়তায় ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন কাভানি। ৮৭তম মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পিএসজির বদলী খেলোয়াড় লুকাস মউরা।
লিগে টানা ৫ জয়ের পর এখন চ্যাম্পিয়ন্স লীগের গ্রæপ পর্বের ম্যাচের প্রতি নজর দিতে পারে পিএসজি। আগামী মঙ্গলবার গøাসগোতে সেল্টিকের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে ফরাসি জায়ান্টরা। ওই মিশনের আগে এমবাপেকে পরখ করে দেখাও হয়ে গেল পিএসজি কোচের। সম্প্রতি ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে তাকে দলে ভিড়িয়েছে প্যারিসের ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।